ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামী ২৪ মার্চ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ১০০% টিকিট অনলাইনে বিক্রি করা হবে।



১৩ মার্চ বুধবার ট্রেনের অগ্রিম টিকিট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী এ তথ্য জানান। তিনি বলেন, এবারের ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট সকালে অনলাইনে পাওয়া যাবে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

24 মার্চে 3 এপ্রিলের অগ্রিম টিকিট, 25 মার্চে 4 এপ্রিলের অগ্রিম টিকিট, 26 মার্চে 5 এপ্রিলের অগ্রিম টিকিট, 27 মার্চ 6 এপ্রিলের অগ্রিম টিকিট, 28 মার্চ 7 এপ্রিলের অগ্রিম টিকিট, 29 মার্চ 8 এপ্রিলের অগ্রিম টিকিট, 9 এপ্রিলের টিকিট অগ্রিম দেওয়া হবে 30 মার্চ।

রেলওয়ের মহাপরিচালক জানান, প্রতিদিন ৩৩ হাজার ৫০০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হবে। মোট আসন সংখ্যার এক চতুর্থাংশের সমান দাঁড়িয়ে নন এসি টিকিট বিক্রি করা হবে।

এসময় রেলমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে টিকিটের কালোবাজারি বন্ধ করা হবে এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হবে।

এবারের ইদে উত্তরবঙ্গের ট্রেন গুলো কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিবর্তে বিমান বন্দর স্টেশন থেকে ছেড়ে আসার কথা ভাবছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url