পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি
আমাদের বিশ্বের প্রতিটি দেশের নিজস্ব সৌন্দর্য আছে। পৃথিবীর কোনো দেশেই অসৌন্দর্য নই। কিন্তু কিছু দেশে সৌন্দর্যের মাত্রা অতিরিক্ত। যার মধ্যে রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড ইত্যাদি। আমরা অনেকেই মনে করি কানাডা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। কানাডা আসলে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ যেখানে সৌন্দর্যের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। এখন বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি তা বিস্তারিত জানাব।
আপনি যদি না জানেন বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি।
পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটিঃ
বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ স্কটল্যান্ড। স্কটল্যান্ড ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে সুবিধাজনক এবং সুন্দর দেশ হিসাবে স্থান পেয়েছে। স্কটল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হিসাবে বিবেচনা করা হয় কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর পর্যটন ব্যবস্থা সর্বোপরি তার আদর্শ জলবায়ুর জন্য ধন্যবাদ।
প্রতি বছর বিভিন্ন দেশের মানুষ স্কটল্যান্ডে যান।
স্কটল্যান্ডে বেশ কয়েকটি প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র রয়েছে যেমন রয়্যাল মাইল, এডিনবার্গ ক্যাসেল, স্টার্লিং ক্যাসেল ইত্যাদি। তার মধ্যে এডিনবার্গ ক্যাসেল স্কটল্যান্ডের অন্যতম বিখ্যাত দুর্গ। এডিনবার্গ ক্যাসেল একটি বিলুপ্ত আগ্নেয়গিরির উপরে অবস্থি এবং এডিনবার্গ ক্যাসেল হল স্কটল্যান্ডের সবচেয়ে দর্শনীয় পর্যটন আকর্ষণ। দুর্গটি 12 শতক থেকে একটি রাজকীয় বাসস্থা এবং স্কটিশ ক্রাউন জুয়েলসের বাড়ি।
পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটিঃ
মাথাপিছু আয়ের দিক থেকে লুক্সেমবার্গ বিশ্বের সবচেয়ে ধনী দেশ। বর্তমানে লুক্সেমবার্গকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে বিবেচনা করা হয়। গত কয়েক বছর আগে তৃতীয় ধনী দেশ ছিল লুক্সেমবার্গ। তখন কাতার প্রথম ধনী দেশ হলেও এখন বিশ্বের চতুর্থ ধনী দেশ।
তখন লুক্সেমবার্গের আয় মাথাপিছু $118,000। যা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে।আগের বছর, লুক্সেমবার্গের মাথাপিছু আয় ছিল $112,000। 2015 সালে, লুক্সেমবার্গের মাথাপিছু আয় প্রথমবারের মতো $100,000 ছাড়িয়েছে। এরপর আর পিছু হটতে হয়নি দেশের জন্য।
২০২৪ সালে তার মাথাপিছু আয় দাড়িয়েছে $১৪০৩১২ । লুক্সেমবার্গের রাজস্বের প্রধান উৎস হল ব্যাংকিং, ইস্পাত এবং শিল্প খাত। দেশের অর্থনীতি মূলত ব্যাংকিং, ইস্পাত ও শিল্প খাতের ওপর নির্ভরশীল।
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটিঃ
ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইতিহাস আমাদের বলে যে ভ্যাটিকান সিটি 1929 সালে ইতালি থেকে তার স্বাধীনতা লাভ করে ল্যাটারান চুক্তির কারণে। ভ্যাটিকান সিটি আনুষ্ঠানিকভাবে ভ্যাটিকান সিটি স্টেট নামে পরিচিত।
ভ্যাটিকান সিটি মাত্র 0.44 বর্গ কিলোমিটার বা 0.17 বর্গ মাইল। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 195তম ক্ষুদ্রতম দেশ। ভ্যাটিকান সিটি ইতালির রোমের কেন্দ্রে একটি প্রাচীর ঘেরা এলাকা। ভ্যাটিকান সিটির জনসংখ্যা প্রায় 823 জন।
দেশটির কোন সরকারী ভাষা নেই, তবে ইতালীয় হল সবচেয়ে বেশি কথ্য ভাষা। দেশে কোনো প্রাকৃতিক জলাশয় নেই। ভ্যাটিকান সিটি ভ্যাটিকান হিল নামে একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত।
পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটিঃ
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। ভারত ও চীন জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ, তবে ভূমি আয়তনের দিক থেকে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার আয়তন 1,70,98,246 বর্গকিলোমিটার বা 66,01,670 মাইল। এ পর্যন্ত রাশিয়া থেকে অনেক দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু তার পরেই বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
আপনি কি জানেন যে রাশিয়া পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার পূর্ব নাম ইউনিয়ন অফ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র বা সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া একটি আধা-রাষ্ট্রপতি ফেডারেল প্রজাতন্ত্র যার সংবিধানে 83টি ফেডারেল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
রাশিয়ার আয়তন 1,63,77,742 বর্গ কিলোমিটার বা 63,23,482 বর্গমাইল এবং জলের ক্ষেত্রফল 7,20,500 বর্গ কিলোমিটার বা 2,78,200 বর্গ মাইল।
বিশ্বে সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটিঃ
বর্তমানে কাজাকিস্তান আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। কাজাকিস্তানের আয়তন 2.7 মিলিয়ন বর্গ কিলোমিটার বা 1.05 মিলিয়ন বর্গমাইল। কা্জাকিস্তান এশিয়া মহাদেশে অবস্থিত। কাজাকিস্তান মধ্য এশিয়ার বৃহত্তম স্থলবেষ্টিত দেশ। কাজাখস্তানের উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে রাশিয়া।
কাজাখস্তানের জনসংখ্যার প্রায় 70 শতাংশ মুসলিম, বাকি 30 শতাংশ অন্যান্য ধর্মের। কাজাখস্তান রাশিয়া, উজবেকিস্তান, চীন, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান নামে পাঁচটি দেশের সীমান্ত। কিরগিজস্তান রাশিয়ার সাথে 6,846 কিলোমিটার বা 4,254 মাইল, উজবেকিস্তানের সাথে 2,203 কিলোমিটার বা 1,369 মাইল, চীনের সাথে 1,533 কিলোমিটার বা 953 মাইল, চীনের সাথে 1,051 কিলোমিটার বা 653 মাইল এবং তুর্কিস্তানের সাথে 353 কিলোমিটার।
লেখকের মন্তব্যঃ
আমি হয়ত আপনার জানতে চাওয়া প্রশ্নের উত্তর দিতে পেরেছি।আপনি যদি আমার তথ্যে হ্যাপি হন তাহলে নিজের অনুভূতি জানাতে ভুলবেন না এবং প্রিয়জনদের জানাতে শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url